এমন জনম হবে কি মা
মনে জাগে সাধ,
তোমার কোলে শুয়ে শুয়ে
কাটবে দিবস-রাত।


পাগলী মায়ের পাগল ছেলে
গলা ধরে পড়বে ঝুলে,
নাবিয়ে দিলে কেঁদেকেটে
করবে পাড়া মাত।


তখন মা তুই আসবি ছুটে
ঘুম পাড়াবি ছড়া কেটে,
আঙুলটি তোর হাতে ধরে
স্বপন দেখবে সারা রাত।


চান করিয়ে খাইয়ে দিবি,
শাসনে কান মুলেও দিবি,
মায়ে-পোয়ে ঘর বাঁধিবি -
লাগবে সবার তাক।


দুদিনের ঘর ভাঙবে যবে
মায়ের কোলে ফিরে যাবে;
ধরে মায়ের চরণ কালিচরণ
কাঁদ রে কেবল কাঁদ।।