মনে হয় এসেছে সময়
পাচ্ছি ভয়,
এবারে কাটবে গুরু মোরে,
সকল মায়া ছিন্ন করে
রাখবে চরণে।


বহুকালের পলির স্তর
জমে আছে মনের ভেতর,
তুলতে সেসব কতনা জানি
লাগবে মরমে।


মায়ামুক্ত ভালোবাসা
বদ্ধ মনে করবে বাসা,
তবুও যে লাগেনা খাসা,
কেন কে জানে!


কালিচরণের সকল বোল
ভয়েতে সব হল গোল,
এখন বলির পাঁঠার মত
কাঁপে প্রতিক্ষণে।।