তুমিই মা, তুমিই গুরু,
তুমিই চিরন্তন,
তুমিই প্রাণসখা আমার -
প্রেমে অচেতন।


তুমিই জ্ঞান, তুমিই ভক্তি,
সকল গুণাধার,
তোমায় বুকে ধরে হব -
ভবসাগর পার।


তুমিই সগুণ, তুমিই বিগুণ,
তুমিই গুণাতীত,
মায়ার ঘেরে বাঁধো সবে -
ভুলাও অতীত।


পাগলী সেজে রয়েছো মাগো,
পাগল করো মোরে,
কালীচরণ দিচ্ছে সাঁতার -
ওই শ্রীচরণ ধরে।


ঝেড়ে ফেলতে পারবে নাগো -
যতই করো সাধ,
জগৎজুড়ে তুমিই তো সব,
বাকি বরবাদ।।