ভবনদীর কূলে এখন
মাছ ধরতে এসেছিস মন?
রুই-কাতলা উঠবে না রে
স্বার্থ নিমগ্ন ফাতনা যখন।


মানের ছিপে অহং সূতা,
তাতে দেহাসক্ত বড়শি গাঁথা,
ভোগ এবং বাসনা চারে -
পেলি গরল, কাম-কাঞ্চন।


কালীচরণ গুরুকৃপায়
মান তেয়াগি বাঁধল সূতায়,
সাধনরূপী বড়শি দ্বারা -
তোলে প্রেম রতন-ধন।।