যদি হই তোমার বাঁশী
বাজাও মোরে দিবানিশি।


সেই বাঁশীর সুরে ভুবন ভরে
বলে তোমায় ভালোবাসি,
যদি তোমার চরণ বিশ্ব-ভুবন
কাজ কি গিয়ে গয়া-কাশী।


বাঁশীর ফুটো ছোট-বড়
হও গো তাতে সড়গড়,
আপন রঙে রাঙিয়ে তারে
রঙীন ডিঙা চড়ে ভাসি।


সেই অকূল জলে ঢেউয়ের তালে
এগোই আর ফেরত আসি,
এবার গুরুর সাথে গাঁটছড়া
বাঁধলো কালিচরণ দাসী।।