বল পায়ে ভবের মাঠে
নামলি ফুটবল খেলতে,
সে বল যে কোথায় হারিয়ে গেল,
গোল আর তুই দিবি কিসে?


বল খুঁজে সারাজীবন
ঘুরে ঘুরে হলি অচেতন,
কত পড়লি আর মাখলি কাদা,
গোল করা ভুললি মিছে।


শেষের বেলা শূন্য হাতে,
সারা গায়ে কাদা মেখে -
যাবি কিন্তু ফিরতে হবে,
গোল করিবারে পিছে।


কালী বলে, "তাকিয়ে দেখো,
বল সে কোথাও হারায় নিকো,
পায়ে বল আর সামনে যে গোল,
ঢুকিয়ে দাও নেচে নেচে।"