অন্তর মোর মিশিতে চায় বাহিরে;
বাহিরে মোর মনের বেড়ি,
অন্তর তাই কি করে!


ডাকে আকাশ, ডাকে বাতাস
দুই হাত বাড়ায়ে,
নিঠুর মন মারে চাবুক
রক্ত ঝরে অন্তরে।


কতকাল আর রাখবি ধরে
উদাস বাউল আমারে?
ঘুচিয়ে মনের কঠিন শিকল
রিক্ত হবি নিজেরে।।