মুক্ত হইয়া রইবি মগন,
সেই মুক্তি চাস না রে মন,
মুক্তি পেয়ে রইবি ধরায় -
মুক্ত করবি এই ভুবন।


নাইবা হল মুক্তি পাওয়া,
সবার সাথে আসা-যাওয়া,
যা পারিবি যতটুকু -
কলুষমুক্ত কর জীবন।


মুক্তি লাগি ব্যগ্র হলে,
কভু মুক্তি নাহি মিলে,
পরের মুক্তি চিন্তা করে -
মুক্ত হয়ে যাবি কখন।


কালীর নামে দিয়ে গালি,
কালী ছাড়া জগৎ খালি,
(শুধু) কালী কালী বলে কেঁদে -
মুক্ত হল কালীচরণ।।