মনেতে ভাই নাই রে সুর,
কি করে যে রচি গান,
গুরুর সুরে মনকে বেঁধে -
গেয়ে চলি ঐকতান।


মনরে কেন ছুটিস মিছে?
ক্ষণিক সুখের মোহ-টান,
নয়ন মেলে দেখ রে চেয়ে -
ভবনদে এল প্রেমের বান।


জীবন তোমার পূর্ণ কর,
ভরাও সকল শূন্যস্থান,
গুরুদত্ত মন্ত্র জপে -
মনে মনে কর স্নান।


ভগ আর বান দেখলে সমান,
তবেই হবে ভগবান,
ধুয়ে দেবানন্দ চরণ -
আকন্ঠ কর পান।।