তুইও কি গেলি চলে!
আমায় একা একা ফেলে!
চোখের জলে বুক ভাসে মা,
আমি কি তোর নইকো ছেলে?


তোরে পাষাণী বলে লোকে,
বুঝিস নে কত দুঃখ-শোকে,
দুঃখ যে আর সয় না মাগো,
নে রে আমায় বুকে তুলে।


এ জগতে নেমে আমি
তোরে ভিন্ন নাহি জানি
তোর যদি মুখ হাঁড়ি হয় তো
ডুবে মরি চোখের জলে।


কালীচরণ বলে কেঁদে,
বৃথা গেল জীবন ভেবে,
মায়ের ওই চরণ বিনে
ঠাঁই হবে না জনম গেলে।।