বল মা, মনকে বাঁধি কি প্রকারে
সে যে ছয়টি রিপুর অত্যাচারে
ছটফটিয়ে দগ্ধে মরে।


সত্য বটে রামপ্রসাদ কয়েছিল গেয়ে
তুই কি আর যে সে বটে, বাজীকরের মেয়ে
ষড়রিপুর অসারতা বুঝাবার তরে
জেনেশুনে গরল খাওয়াস এই ভোলা মনটারে
যাতে নিম আর চিনির ফারাক
সে বোঝে ভালোকরে।


সবই জানি, সবই বুঝি
তাই রাগি না কষ্ট পেয়ে,
তোর দয়াতেই মুক্ত হব
বসে আছি পথ চেয়ে।
শুধু ধৈর্য্য যে আর সয়না মাগো
মন অভিযোগ করে
কালী তারে কত বোঝায় সময় এলে পরে
ও মন তুই মিশবি গিয়ে
মায়ের রাঙা চরণ পারে।।