গুরু আমার খেজুরের গাছ,
আমি মাটির হাঁড়ি,
চুঁইয়ে চুঁইয়ে পড়ছে যে রস
তাইতে হাঁড়ি ভরি।


ভবনদীর মাঝি গুরু,
আমার জীর্ণ তরী,
প্রেমের পাল তুলে আমি
গলা ছেড়ে গান ধরি।


গুরুর কথা বলবো কি ভাই
লাজে, ভয়ে মরি;
মোর ধূসর মরু দিলে চষে
ফুলে-ফলে ভরি।


গুরুতে বাঁচি, গুরুতে মরি,
গুরুতে বাস করি,
ফুরালে সময় নেব বিদায়
গুরুচরণ স্মরি।।