করোনার বিষে বিষময় এক
বছর হল শেষ,
আগামী বছরে কাটবে কি এই
দুঃস্বপ্নের রেশ?


করোনাসুর চালাক অতি
রং বদলে তাই -
নিত্য করে ক্ষমতা বৃদ্ধি
দুঃখের শেষ নাই।


হাওয়ায় ছড়ায়ে গরল, ধরে
আপামর মানুষেরে,
বয়সে, রোগে জীর্ণ যারা
অচিরেই সব মরে।


অনেকে ভোগে শ্বাসকষ্টে
কেউ বা পেটের রোগে,
স্বাদ, গন্ধের ইন্দ্রিয়দুটি
যায় মায়ের ভোগে।


তিন সপ্তাহ ভুগে শেষে
কেউ বা যদি টেঁকে,
পাড়ার মানুষ করে একঘরে
রাখঢাক না রেখে।


ডাক্তার আর নার্স বোনেদের
বিপদ বেশি আরো,
বাড়িওয়ালারা সরোষে বলে,
"এক্ষুনি ঘর ছাড়ো"।


মোম জ্বেলে আর থালা পিটিয়ে
করলে চেষ্টা কত,
কমলো ঘন্টা, নিত্য এ রোগ
বাড়ছে শত শত।


জাগযজ্ঞ, পূজা-অর্চনা
রয়নি কিছুই বাদ,
এত কৌশল, এত প্রচেষ্টা
তবু মিটলো না সাধ।


চীন আর বিলেত বানালো টিকা
পৌঁছে দিতে ঘরে,
কিজানি কবে পাবে প্রত্যেকে
সবাই ভেবে মরে।


তবু আশা করে মোরা বুক বাঁধি
কেটে যাবে এই যাম,
নতুন বছর আনবে আলো
পুরাবে মনস্কাম।


সুস্থ থাকো, ভালো থাকো
মিত্র তোমরা সবে,
নতুন বর্ষের প্রাক্কালে শুধু
এই কামনাই রবে।।