চলরে চলরে চল             সকলে চল রে
            প্রেম-ফাগুয়ায় মন রাঙিয়ে,
হরির সাথে হোলি           খেলবে রাই আলি
          পুলকেতে দশদিক ভরিয়ে।


প্রেমেরই বানে                সবারই প্রাণে
          কত রঙে আজ করে খেলা,
আমার রঙ দিয়ে           তোমার রঙ নেব
            বুক ভরে যায় এই বেলা।


তুমি হে সুন্দর                আমাদেরই মাঝে
          এসো পিরীতি রাঙা বেশে,
তোমারই পরশে            মাতাও সবারে
         একটুখানি ভালোবেসে।


নাচছি মোরা                আজি আনন্দেতে
        সকল বাধা ভেঙে ফেলো,
সত্য-সুন্দর                    ভালোবাসা দিয়ে
        সবার মনে হোলি খেলো।


নাচো রে ভাই রে, নাচো সকলে
আনন্দের এই ঝর্ণাধারায় মাতো সকলে।
প্রেমরাগে রাঙিয়ে মন, নাচছে হরিভাই,
তাহার সাথে নৃত্য করে হৃদয় জুড়াই।
তুমি এসো, তুমি এসো, কোনো বাঁধন নাই,
সকলে মিলিয়া মোরা হরিরে রাঙাই।।