চারিধারে কত মানুষ,
মানুষ কয়জনা?
ভৃত্য হয়ে আছে তারা
মালিক ছয়জনা।


কুকুর মানুষ, বিড়াল মানুষ,
মানুষ বাঘ আর হাতি,
সাপ এবং নেউল মানুষ
লড়ছে দিবারাতি।


মানুষ হতে চাইলে পরে
জেনে রেখো ভাই,
মানুষ হল ঈশ্বরস্বরূপ
কোনো প্রভেদ নাই।


ধরে গুরুচরণ কালীচরণ
চলেছে তন্মনা,
ছয়জনারে বধিবে সে -
লক্ষ্য একজনা।।