সত্য চেনো ভাই রে, সত্য চেনো ভাই,
মৃত্যু সবার বড় সত্য, আর সত্য নাই রে।


বুকের রক্তে লালন পালন করে পিতামাতা,
ফুরালে সময় সন্তানেতে জ্বালায় তাহার চিতা।


বাপ অভাগা হলে পরে, পোয়ের মুখে আগুন ধরে,
তাহার চেয়ে বড় সত্য খুঁজে নাই পাই রে।


কালীচরণ কেঁদে ভাবে, কি লাভ সাধনে,
স্বার্থপর হয়ে রবে, এ ভব জীবনে,


তার চেয়ে বলি শোনো, মুছাও আঁখিজল,
সদা সেই চেষ্টা কর, হয়ে অচঞ্চল।


মারে বলি মনে মনে, যেন কাঁদি এ জীবনে,
পরের কান্না দেখার চেয়ে, সেই ভালো ভাই রে।