ছেলের কাছে বাবা আমি,
বউয়ের কাছে বর,
কারো শালা, কারো জামাই
নিজের কাছে পর।


হরেক রকম পোশাক আমার
যখন পরি যেটা,
কে যে পরে কভু আমি
ভাবি না গো সেটা।


অহং নানা সঙ সেজে ভাই
কত না রঙ মাখে,
রঙ মেখে সে আমারে তাই
আমার আড়াল রাখে।


প্রভুর কাছে এই অধমের
কাতর নিবেদন,
অহং চাদর সরিয়ে আমায়
করো গো আপন।


অহং রঙে সারাজীবন
যত পেলাম জ্বালা,
ধুইয়ে তারে প্রেমের রঙে
হোক না পথ চলা।।