তোরই প্রেমে মাতাল আমি,
মদের আর কি কাজ!
প্রেমসুরার নেশার জোয়ার
দেখে মদ পেলো লাজ।
সেই ধনেতেই ধনী আমি,
সম্পদে আর কি কাজ!


নাম, যশ ও অর্থবল -
এসবে কি হবে বল?
যদি না মার চরণখানি
বুকের ওপর টেনে আনি;
দুহাতে জড়িয়ে তারে
অশ্রুজলে মুছাতে পারি?


ভবসাগর পারের কড়ি
এইরূপেই জড়ো করি। ।