কুমীরডাঙা খেল না রে মন সংসারে,
ছয়টি বড় কুমীর যেথা আছে সদা হাঁ করে।


জলে-স্থলে চলতে গেলে,
কুমীররে ভয় পাও গো ছেলে,
ভুলে তারে সোহাগ করে -
মরার আগে মরবি রে।


জলে যখন নামবি বাছা,
মন্ত্র জপে প্রাণটি বাঁচা;
গুরু তোমার রইলে সাথে -
কুমীরে আর কি করে।


জলে-স্থলে মিলবে যখন,
ঘুচবে তোমার জীবণ-মরণ;
(ঘুরে) কুমীর তখন দেবে রে দৌড়
বলবে আমায় বাঁচা রে।।