মা তোর লীলা বড়ই মধুর,
ফাঁকি দিয়ে ফাঁস পরাস মা,
এমনই তুই চতুর।


ধন, মান, যশ দিয়ে মাগো
দূরে রাখিস ঠেলে,
সেই গরলেই মজলো সবে
অমৃত রেখে ফেলে;
এমনই তোর ভবের খেলা
ওগো প্রাণের ঠাকুর।


তাইতে এবারে ঠিক করেছি
করবো না আর হেলা,
মানব সবাই পরম ধরম
মিথ্যা টাকার খেলা।
মানুষরূপে করবো আদর,
মুছাবো আঁখিজল,
এমনিকরেই ধরবো তোরে
কোথায় পালাবি বল?
তোরই সাথে রইবো আমি,
তোরে নিয়েই শোবো;
এইভাবে তোর কারিকুরি
সাঙ্গ করে দেবো।
হেরে যাবি মাগো রে তোর
চালাক ছেলের কাছে,
কোলে তুলে নিবি মাগো -
বোকা ভাবি পাছে।
তখন আর বলবো নাগো,
'আমার মা চতুর'।।