সঙ সেজে সার লাভের আশায়
সংসারেতে এলাম,
সার ভুলে খোদ সঙ বনে ভাই
বল না রে কি পেলাম?


ধরণীর রঙ্গশালায়
হাসি-রোদনের খেলায়
করি অভিনয়,
অবিশ্বাস আর হতাশা
বদ্ধ মনে করে বাসা
নিজেরে হারায়।


তাই তো বলে কালিচরণ
ছুঁড়ে ফেলে দাও সে অহং
মেশো মাটির পরে,
গুরুর কথা তাই সে বলে
আপন মনে গেয়ে চলে
গুরুচরণ ধরে।।