লিফটে আমি চড়বো না মা
লিফটে আমি চড়বো না,
কি পেলাম আর কি হারালাম,
আর কখনো ভাববো না মা,
লিফটে আমি চড়বো না।


পথ যে হোক যতই শক্ত,
যত ঝরবে ঝরুক রক্ত,
রসনা শুধু বলবে কালী -
আর কারো নাম ডাকবো না মা
লিফটে আমি চড়বো না।


দু-নয়নে বইবে ধারা,
অঙ্গে কালি হবে সারা,
শ্রবণে শুধু কালী-নাম,
আর তো কিছুই শুনবো না মা
লিফটে আমি চড়বো না।


যে দিকেতে পড়ুক দৃষ্টি,
দেখবো সবই কালীর সৃষ্টি,
কালী ভিন্ন এ জগতে
অন্য কিছু দেখবো না মা
লিফটে আমি চড়বো না।


কালীচরণের এই মিনতি,
প্রলুব্ধ যেন না হয় মতি,
ধরে রাখ তারে শক্ত করে,
তোর ওই রাঙা চরণে মা।।