গুরু আমার লাভার
আরেক গুরু আমার বউ,
দুই সতীনে বেঁধেছি ঘর -
জানেনা তো কেউ।


বউ শেখায় হাতটি ধরে,
গুরু মনে মনে,
দুইয়ের সাথে চলছি পথে
প্রেমধামের পানে;
ভাবনা সকল গেল ভেসে
প্রবল গাঙের ঢেউ।


আবার দুই সতীনে কোলাকুলি
রাধিকা আর বনমালী,
কালিচরণ বৃন্দা হয়ে
খাচ্ছে শুধু দুইয়ের গালি।


কে যে রাম, কে যে সীতা,
জানেন শুধু পরমপিতা,
মুখপোড়া কালিচরণ কেবল
কাঁদে ভেউ ভেউ।।