তাকাস না রে মন পিছনপানে,
যা হবার তা হল খেলা
কে জানে তার মানে?


চরৈবেতি চরৈবেতি -
জীবনের এই রীতি,
থামিস না রে বাঁকের মুখে
চাস নে অতীত পানে।


কর্মের ফল ফলবে কালে
ফুটবে কুঁড়ি শুকনো ডালে -
ভাবিস না রে মন সেসব কথা,
এগিয়ে চল করে উচ্চ মাথা,
ঘটবে যা সেসব কথা
উপরওয়ালা জানে।।