ভোলা রে কি যায় রে ভোলা -
ভোলা রে কি ভোলা যায়?
সে যে আপনভোলা, কাছাখোলা -
পা দুলিয়ে গাঁজা খায়।


ভোলার বাহন আছেন ষণ্ড,
চড়ে করেন যজ্ঞ পণ্ড;
আবার নৃত্যকলায় গুরু তিনি -
বৈদ্যরাজ বলে সবায়।


দেব-দেবী ভুলিয়ে ভোলায়
গরল ঢেলে দিলে গলায়,
সেই বিষের জ্বালায় জ্বলে-পুড়ে -
নীলকন্ঠ হল তায়।


অল্পে খুশি ভোলেবাবা,
চন্দ্রকলা চূড়ায় বাঁধা,
বিল্বপত্র, ধুতরাফুলে -
যাহা চায়, তাহা পায়।


ভোলা ভুলিয়ে আমার মারে
লইল চরণ বুকের পরে,
কালীচরণ ভেবেই আকুল -
বলো হবে কি উপায়।।