মনটা আমার উথাল-পাথাল করে লো সজনী,
মনটা আমার উথাল-পাথাল করে।


আমি তোমার লাইগ্যা বইসা আছি
যমুনার ধারে গো।


তোমার বাঁশির এমনই টান,
ঘরের বাহির করে যে কাহ্ন,
আমার মনটা যেন তারই বশে,
কালা কালা করে রে,
মনটা আমার উথাল-পাথাল করে।


তোমারে হেরিলে পাশে
পরানডা মোর দুঃখে কান্দে গো,
ভাবি, যাবে যখন ছাইড়া মোরে -
সইবো সে কি করে গো,
মনটা আমার উথাল-পাথাল করে।


আবার যখন শ্যামের না পাই দেখা
কান্দি বসে একা একা গো,
আমার এমনধারা কষ্ট যে সই
কই আমি কারে গো,
মনটা আমার উথাল-পাথাল করে।।