সত্যকে আশ্রয় করে
সেবাকে আদর্শ,
ভবনদী বাও রে মন
সদা রবে হর্ষ।


লক্ষ্য ভগবৎ-প্রীতি
চেষ্টা শুধু মুক্তি,
হিংসা, বিদ্বেষ হতে
এই পরম যুক্তি।


ভাগ্যবান তোমার মত
কে আর আছে মন?
কালীচরণ বলে কেবল
জানেন নারায়ণ।।