পুরুষ-নারী, পুরুষ-নারী
দুইয়ের লীলা বোঝা ভারী,
কোথাও রঙীন, কোথাও বেরং
কোথাও যে দেয় গলায় দড়ি।


নারীত্বকে জাগাও তুমি
বন্ধন করো মুক্ত,
সেই বাতাসের পরশ পেয়ে
চিত্ত আমার সিক্ত।


তোমার রঙে খেলবো হোলি,
দিয়ে মান-অভিমান জলাঞ্জলি,
সাজবো আমি নতুন সাজে
বরণমালা পরি।
আমার আমি যাবে যেদিন
নীল আকাশের কোলে,
ঘরে রইতে পারবে নাকো -
ছুট্টে আসবে চলে;
আপন করে লবে আমায়
মুখটি ভরে দেবে চুমায়,
দুলবো মোরা প্রেম-ঝুলায়
দেখবে শুধু হরি।।