শুন বলি মন এই প্রাণ ধন
বৃথায় করিলে হেলা,
কাটিবে সকাল, দুপুর, বিকাল,
রোদনে দুইটি বেলা।


অনেক পুণ্যে সবার জন্যে
মানুষের এ জীবন,
ভুলিয়া নিজেরে জড়াও সবারে
নাহিকো তব মরণ।


পরের দুঃখে তোমার চক্ষে
যদি ঝরে নাকো বারি,
কিসের মানুষ? যার নাহি হুঁশ?
আর কি বলিতে পারি??