মন বুরুশ আত্মা জুতো
মন্ত্রবলে দাও না গুঁতো,
ঘষে ঘষে সরাও সকল
জীর্ণ মায়াজালের সুতো।


নিস্তরঙ্গ মনের জলে
আত্মা ফুটে পলে পলে,
ধীরে ধীরে আলাপ হলে
ভস্ম হয় অঙ্গ যত।


আত্মা স্বয়ং দেহ ধরে
নিজ উন্নতি করার তরে,
কপালফেরে এমন সুযোগ
কোরোনা নষ্ট বোকার মত।


গুরু ভিন্ন হয়না কিছু
পড়ে থাক মন তাঁর পিছু,
বারে বারে কালীচরণ
শেখায় পাখিপড়ার মত।।