আমার, আমার বলিস নে মন,
আমার, আমার বলিস নে।


আমার বলিয়া এই ভবে,
কোথায় কি ছিল কবে?
বিষয়, ধনরত্ন সবে -
মায়ার আবরণ।


আমার যখন তোমার হবে,
দুঃখ-কষ্ট দূর হবে,
মেঘ সরিয়া প্রকাশিবে -
রবির কিরণ।


আমার ভিতর কত যে ধন,
খুঁজে একবার দেখ না রে মন;
সেই ধনে ধনী হবি যখন -
কাঁচের আর কাজ কি তখন?
শুন শুন বলে কালীচরণ,
ওরে সকল ধনের পরম ধন,
ওই শ্যামা মায়ের শ্রীচরণ।
যবে মিলবে রে সেই মানিক-রতন,
বুকে ধরে কাঁদো সর্বক্ষণ।