১৫ই অগস্ট ১৮৮৯ সন
ভূপেন বসুর প্রতিষ্ঠান  
গরবে গাহি ঐকতান  
মোহনবাগান মোহনবাগান।


ট্রেডার্স আর গ্লাডস্টান
লজ্জায় রাঙা গোরার কান
ছিনিয়ে আনে বাঙালির মান
মোহনবাগান মোহনবাগান।


এল ১৯১১ সন
শিল্ড ইতিহাসে স্বাক্ষরদান
২-১ গোলে জয়ের তান
মোহনবাগান মোহনবাগান।


শাসকের সব জাত্যাভিমান
প্রথমবার হল ভেঙে খান খান
বাংলার বুকে জয়ের নিশান
মোহনবাগান মোহনবাগান।


এরপরে উনচল্লিশ সন
কলিকাতা লিগ চ্যাম্পিয়ন
ইংরেজ দল দিলে পিটটান  
মোহনবাগান মোহনবাগান।


সবুজে-মেরুনে পাল খাটান
দরিয়ায় হোক যত তুফান
ঘটিরা গাইবে জয়ের গান
মোহনবাগান মোহনবাগান।


শৈলেন মান্না, আব্দুস সাত্তার,
গোষ্ঠ পাল, উমাপতি কুমার,
চুনী গোস্বামী আর পিকে
সব ভগবান, সব ভগবান।


শতাব্দীর পর শতাব্দী পেরান
একটিই দল হয়ে টানটান
বিপক্ষকে ধূলায় মেশান
মোহনবাগান মোহনবাগান।