(মাগো) তোর আমি আর আমার তুই,
এক হলাম মিলেমিশে দুই,
যমের দুয়ারে দিয়ে কাঁটা -
আনন্দ-সাগরে রই।


আমার বলে ছিল যাহা,
সবই তোমার হল তাহা,
(এখন) তুমি আমার ভব-কাণ্ডারি -
ওঠালে জাগি, শোয়ালে শুই।


তোমার বাড়ি, তোমার গাড়ি,
(আমি) বিনেপয়সার চাকর তারই।
তোমার চরণ কাঙাল হয়ে -
খেটে খেতে সারা হই।


আমার জানিয়ে একটি আশা,
যতনে মনে করে বাসা,
যবে দিন ফুরাবে, আঁধার হবে,
মায়াকান্না সকলে কাঁদিবে,
তখন সবার মাঝে হেসে হেসে,
মায়ে-পোয়ে বিদায় লই।।