(ও চেয়ে) দেখ রে মায়ের কান্ডকারখানা
জগৎটারে হেলায় নাচায়
সে কিরে মন তালকানা!


রাজার যখন অহং ভারী,
আর না খেয়ে মরে ভিখারি,
ফকিররে সে রাজা বানায়
রাজায় করে খোঁড়া-কানা।


(আবার) মাকে ভালোবাসলে পরে,
মা তাহারে পাগল করে,
যেদিকে তাহার চক্ষু পড়ে -
মা বিনা কিছুই দেখে না।


ও মায়ের কত রকম কল,
মানুষের কি সাধ্য আছে বুঝিবারে বল,
কালীচরণ বলে, বুঝে কি ফল,
শুধু দেখেই মজা লুটে নে না।।