মা তোর কৃপার কি শেষ নাই রে,
আমি ভেবে ভেবে হলেম সারা,
তবু পেলাম নি তার তল রে।


ছিল দস্যু রত্নাকর,
মানতো না সে আপন-পর,
ও তুই ধরে তারে মারলি এমন -
হোলো ঋষি ভাই রে।


অজামিল নামে কোথা
ছিল মানুষ পশুর মাথা,
শুধু হরি বলি গেল তরে -
বিচিত্র তোর লীলা রে।


পশুর অধম একজনা,
কালীচরণ ধর্মে কানা,
কাঁদে কেবল আকুল হয়ে -
ওই চরণের তরে রে।।