দয়াল বন্ধুরে,
তোমারে বশ করিবার কৌশল
কইয়া যাও মোরে।


সোনার জলে হার ডুবাইয়া
বউরে করিলাম বশ;
গামছা আর শাড়িতে মোর
বাপ-মার সন্তোষ;
জামা-প্যান্ট আর ঘুড়ি লাটাইয়ে
বেটার দিল খোশ;
শুধু তোমায় খুশি করার কল এ ভবে
খুঁইজ্যা পাইলাম নারে।


মনে ভাবি কোন জিনিসে
তোমার মন ধরে,
টাইনা তারে বাইন্ধ্যা আইনা
আমার বশে করে;
কালিচরণ বলে, নিজেরে নিজে
যদি কেউবা দিতে পারে,
দয়াল গোঁসাই তারই পিছে
ঘুইরা ঘুইরা মরে;
এছাড়া আর কোন কলে বন্ধু
এ ইঁদুর ধরা পড়ে!!!