এলো রে নতুন বছর, সবাই
সাজবে নতুন সাজ,
কিন্তু করোনার দ্বিতীয়াবর্তে
সবার কপালে ভাঁজ।


প্রগতির গতি হয়েছে স্তব্ধ,
গরিব মরছে ধুঁকে,
কত শত লোক হল যে বেকার,
কাঁদছে দুঃখে শোকে।


গোদের ওপর বিষফোঁড়া সম
এবারের এই ভোট,
নোংরামি, আর ভন্ডামির যত
নির্লজ্জ জোট।


তাই বলি ভাই, এই প্রাক্কালে
কি কইব আর,
বিপদের দিনে দাঁড়িয়ে রোয়ো
পাশেতে সবার।


দূর হয়ে যাক সকল মন্দ,
দ্বেষ হিংসার কালো,
নির্মল এক প্রেমের আলো
সবার মনে জ্বালো।


আজকের এই পুণ্যলগ্নে
এই কামনা করি,
তোমার আমার ভালোবাসায়
উঠুক ভুবন ভরি।।