ওরে আমার জাত গেল রে, জাত গেল,
প্রেমের তোড়ে বাঁধ ভেঙে রে,
মোর সাধের তরী ডুবে গেল।


নয়ন মুদে দিবানিশি,
করলাম যে মোর খুশি,
ফল সঞ্চয় তার করলাম যত,
প্রেম জোয়ারে ভেসে গেল।


তরী ফুটো ছিল বলে,
যা ছিল সব গেল জলে,
যশ, মান, ধনরত্ন সবই
কোথায় যে সব হারিয়ে গেল।


কালী ঐ চরণ ধরে করে মিনতি,
বলে, "করে নে মা, তোর স্বজাতি,
যাতে চক্ষু মুদলে কয় সকলে,
ওই যে মায়ের বেটা গেল।"