বল না রে মন, গুরুরে তুই -
কোথায় দিবি স্থান?
পিতা, মাতা, পুত্র, কন্যা,
জায়া না ভগবান?


গুরুর কথা ভেবে ভেবে
কাটলো দিবস, সন্ধ্যা হবে,
জ্ঞানের প্রদীপ না জ্বেলে ভাই -
রয়েছি অজ্ঞান।


গুরুরে না বুঝে মিছে,
হাতড়ে শুধু মরিস পিছে,
গুরুরে গুরু চেনাবে যবে -
সেটাই পরম দান।


শ্রদ্ধা দিয়ে ভক্তি কিনে,
প্রেমের গাঙে যাই দুজনে,
সেই অকূলনীরে ভেসে রে মন -
গাইবি কত গান।।