জীবনের মানে কি?
অতৃপ্তি, মানিয়ে চলা, আর বুক ভরা দীর্ঘশ্বাস?
কিছুতেই যেন তাল এ তাল মেলে না।


হয়ত মনে হোলো, এবার বুঝি মিলেছে .....
কিন্তু পরক্ষণেই দেখি, ভুল ....
আমি যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম।


পাওনা অবশ্য হলো এই যে -
গলা থেকে আর সুর কোনোদিন বার করতে পারব না ....
আমার ভুল তার মূল্যস্বরুপ আমার এই উপকারটা করে গেছে।
এ যেন অন্ধকার থেকে আরো বেশি অন্ধকারে এসে পড়া;
আলোর ব্যঙ্গ স্বরূপ হাসিটাই তাই আজ বড় বেশি কানে বাজে ....