মন তুমি কি রঙ্গে আছো ?
ষড়াননের করে সঙ্গ
সাপ ভেবে ব্যাঙ ধরিয়াছ।


পঞ্চ ইন্দ্রিয় স্বরূপ পাঁচটি জানালা
না বুঝে খুলে রাখিয়াছ,
সে পথে প্রবেশি হীন বিদেশী
(তুমি) তাহার হাতে বিকিয়াছ।


কাম, ক্রোধ, দ্বেষ, মদ, মাত্সর্য্য - মোহের
পাকে বাঁধা পড়িয়াছ
সে মায়ার কারণ - ও ভোলা মন
নিজ স্বরূপ ভুলিয়াছ।


কালিচরণ বলে - শ্যামা মা বলে
যদি একবার ডাকিয়াছ -
খসে পড়বে জালি, তরাবে কালী -
সারাত্সার জানিয়াছ।