চারি প্রকার জীব সত্য
বদ্ধ,মুমুক্ষু, মুক্ত ও নিত্য
তাদের কথা বলিবারে
করি কত সাধ্য-সাধনা।


পুকুরে জাল ফেলিলে জেলে
দু-চারিটি মাছ কভু না মেলে,
তারা এতই সেয়ানা
যে কভু ধরা পড়েনা
নিত্যজীব বলে তাঁদের জানে সর্বজনা।


আবার ধরা পড়িয়াও জালে
লাফাইয়া কেউ পালায় জলে
মুক্ত জীব তাদের বলে
সংসার দ্বারা আবদ্ধ হয় না।


পালাবার চেষ্টা করে
কিন্তু পালাতে নারে -
মুমুক্ষু জীব বলে তারে
দু নৌকায় পা দিয়ে সহে যাতনা।


অধিকাংশই আটকা পড়ে
পালাবারও না চেষ্টা করে
জালটি ধরে পাঁকের ভেতর
মুখটি গুঁজে শুয়ে পড়ে।


ভাবে তারা মনে মনে
বেশ আছি এই এক কোণে -
বদ্ধ জীব তাদের মত
কি ঘটিবে তা জানেনা।


পরমহংসন রামকৃষ্ণণ
করে তাঁর চরণ বন্দন
দীনতিদীন কালীচরণ
রচে সেই অনুলিখন
পাঠক বন্ধু পুণ্যজন
করিয়া সকল শ্রবণ
হায়! কেউ বুঝে..কেউ বুঝেনা।