হইলে ধীর হইবে বীর
মনের চঞ্চলতা হইবে স্থির,
চির শান্ত সুনীল সাগরে
খুঁজিয়া পাইবে আপন নীড়।


ঢেউ সদৃশ দুঃখরাশি
জয় করিবে ভালোবাসি,
গুরুরে বকলমা দিয়ে
চালাও জপের তীর।


কর্তা ভুলে ভৃত্য বেশে
কর্ম কর হেসে হেসে,
রসে বশে থাকবে সদা
উচ্চ করি শির।