ছোটবেলায় ইস্কুলেতে
ছিলাম সবে একসাথে,
বড় হয়ে হারিয়ে গেলাম
কোথায় কোন পথের বাঁকে।


চেনা চেনা মুখগুলো
সদাই ওড়ায় স্মৃতির ধুলো,
আকুল হয়ে দুহাত বাড়াই
ধরতে সেই ছবিটাকে।


ভুলিয়ে সকল চাওয়া পাওয়া
মনে লাগে দখিন হাওয়া,
জীবনের এই মধ্য পথে
অবসাদের ফাঁকে ফাঁকে।


দ্বিতীয় রবিবার ডিসেম্বরে
ডাকছে সারা বছর ধরে,
তার ওই মধুর হাতছানিতে
বিসন্নতা হেলায় কাটে।


আমাদের সেই মিলন মেলায়
সকল ব্যথা-বেদনা ভোলায়,
একটি দিনের প্রাণোচ্ছ্বাসে
জীবন মোদের সচল থাকে।