মন দিয়ে কেন ঢাকলি মা তোর
অমন রূপের বাহার?
দূর করিয়ে দে না সে মন
চক্ষু ফুটুক সবার।


মনের জ্বালায় জ্বলে মরি
কি করতে কি যে করি
ইচ্ছে করে ধরিয়ে আগুন (সব)
পুড়িয়ে করি সাবাড়।


ভক্তি কাঠে জ্ঞানের আগুন
জ্বালিয়ে মরে করো বিগুণ
অহং আত্মাহুতি দিয়ে
মিশবো তাতে আবার।।