মা তোর্ আলতা-রাঙা চরণখানি
দেখতে ভালোবাসি,
সবার সাথে, সবার মাঝে
মিশেই আমি খুশি।


নিজের বলে রয়না কিছুই
যায় যেন সব জলে,
সবার ধনে ধনী হয়েই
জীবন বয়ে চলে;
আনন্দের এই ঝরনা ধারায়
এক হইব মিশি।


সবার মাঝে দেখব তোরে
পূজব ভালোবেসে,
বিশ্ব-ভুবন হইবে আপন,
কইবে কথা হেসে;
দু-নয়নে ঝরবে ধারা,
আনন্দেতে আত্মহারা,
উৎস পানে মিশবে
দুখী কালীচরণ দাসী।