না বলা কথা
গহন গোপন ব্যাথা
মনের অভ্যন্তরে
গুমরিয়ে মরে।


একটি হাত পারে
বাহির করতে তারে
মমতাভরা হৃদয়
খানিক ব্যাথা লাঘব হয়।


প্রতিদিনের টানাপোড়েন
প্রাণ হাঁপিয়ে ওঠে
সুখ দুঃখের ক্ষণিক সাথী
যদি কেউবা জোটে,


এমন কত কথা
যা হয়নি কভু বলা
বন্ধু কান পেতে আছে
নিয়ে বরণমালা।।