মনোলোচন ফাঁদ পেতেছে গৌরহরি
মনমৃগী ধরিবারি।
তোরা আয়রে ত্বরা, দে না ধরা
তরে যাবি তাড়াতাড়ি।


ফাঁদ সে এমন চোরাবালি
শুরু আছে শেষ নেই রে খালি
আমার মন অবলা ভোলাভালা
ধরে তারে মারলো এমন
সদা কেঁদে কেঁদে মরি।


ফাঁদের পারে বনমালী
হাতে নিয়ে প্রেমের ডালি
দেখে যারে মাখায় তারে
ভরা প্রেম দুই অঞ্জলি।


সেই প্রেমের বিষে
জ্বলে পুড়ে শেষে -
কি হয় কি না হয়,
কি রয় কি না রয়,
সদা ভেবে ভেবে মরি ।