মায়ার বাঁধনে বেঁধে দুনয়ন
কত কানামাছি খেলবি রে মন,
কি করিয়া ছুইবি বুড়ি
যদি না তুই খুলিস বাঁধন?


বুড়ি ছুইলেই সাঙ্গ খেলা
ভবে যাওয়া আসার পালা
বুড়ি ছুইয়াই বুড়ি হবি
ঘুচিবে তোর সকল বাঁধন।  


গুরুকে করিয়া ধণু
ভক্তিরূপী ছিলা পরাইনু
আত্মাটারে তীর করিয়া
করি ব্রহ্ম লক্ষ্য ভেদন।