এ যে দেখি হারা - জেতা
সকলই সমান,
সুখে-দুখে, সকাল-সাঁঝে
তোর কোলে শয়ান ।


জেতার জন্য লড়ে মরি,
বৃথা শক্তি ক্ষয় করি,
কারে হারি কারে জিতি -
সবই যে সমান ।


কালিচরণ লড়াই ভুলে
ভাসে আপন চোখের জলে,
দেখা হলে বলিস মারে -
সেও যে সন্তান !